বিশেষ প্রতিনিধি :
চুরি হওয়া ১১৯টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে ঝিনাইদহ পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে মালিকদের এসব ফোন ফিরিয়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে হাতিয়ে নেওয়া ৮৬ হাজার ৭৯০ টাকা দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়।
এছাড়া ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াইট’স অ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটের মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার ২৬ জন ভিকটিমকে দ্রুত ও কার্যকর সহায়তা প্রদান করা হয়েছে এবং নিখোঁজ ১২ জনকে উদ্ধার করেছে সাইবার সেল।
মোবাইল ফোন বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, ডিবির ওসি আব্দুল হাশেম, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অফিসার খালিদ হাসান এবং ইকলাচুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ উল্লেখ করেন, অনলাইনে সংঘটিত বিভিন্ন অপরাধ দমনের উদ্দেশ্যে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রতিষ্ঠা করা হয়েছে।
এরপর থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত সাইবার পেট্রোলিং পরিচালনা করছেন।
এছাড়া, তারা ক্লুলেস মার্ডার, ডাকাতি, দস্যুতা, বিকাশ প্রতারণা, অনলাইন জুয়া, সাইবার বুলিং, হারানো মোবাইল উদ্ধার এবং ভিকটিম উদ্ধারে প্রযুক্তিগত সহায়তাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ দমনে কাজ করে চলেছেন।